• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্যাটেলাইট উৎক্ষেপণে ইতিহাস গড়লো ভারত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৯

একদিনে ১শ’ ৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে নতুন রেকর্ড গড়লো ভারত। বুধবার দেশটির হরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এ স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

এর আগে কোনো দেশ এক সঙ্গে এতোগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারেনি। ২০১৪ সালে রাশিয়া ৩৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিলো।

এ স্যাটেলাইটগুলো মহাকাশ থেকে ভালো ছবি পাঠাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও পাকিস্তানের ওপর নজর রাখার জন্যও এ স্যাটেলাইট ব্যবহার করা হতে পারে।

পর্যবেক্ষকরা মনে করছেন, মহাকাশের ক্ষেত্রে ভারত একটি শক্তিশালী দেশ হয়ে উঠছে এটি তারই উদাহরণ।

মহাকাশ নিয়ে ভারতের উচ্চাভিলাষী পরিকল্পনার ইঙ্গিত বহন করে এটি।

মহাকাশে স্যাটেলাইট নিয়ে ভারতের বিস্তর পরিকল্পনা রয়েছে। চলতি বছর মহাকাশ গবেষণার জন্য তাদের আর্থিক বরাদ্দ বাড়িয়েছে দেশটি।

এছাড়া শুক্রগ্রহে মিশন পাঠানোর পরিকল্পনাও নিয়েছে ভারত।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh