• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় কিম জং উনের ভাই খুন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩১

মালয়েশিয়ায় আততায়ীর হাতে খুন হলেন উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম।

মঙ্গলবার সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ জানায়, সোমবার এ খুনের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।

ক্যাবল টিভি ব্রডকাস্টার টিভি চোসানের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় একটি এয়ারপোর্টে অজ্ঞাত দু’নারী এজেন্টের বিষাক্ত সুইয়ের আক্রমণে ন্যামের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন ওই দু’নারী ঘটনাস্থল থেকে পালিয়েছে। মালয়েশিয়া পুলিশের ধারণা এই খুনের পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে।

ন্যামের মৃত্যুর ঘটনা নিশ্চিত হলে, ২০১৩ সালের পর কিম জং উনের শাসন আমলে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনা হবে এটি। ক্ষমতায় বসার পর ২০১৩ সালে মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ও নিজের ফুফাকে হত্যা করেন উন।

ন্যাম উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের বড় ছেলে। তিনি সরকারি কোনো পদবি ছাড়াই বিদেশে বসবাস করছিলেন। কিম জং ইল ও দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী সাং হায়ে-রিমের অবৈবাহিক সম্পর্কের সময় জন্ম নেন ন্যাম।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh