• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পকে পরামর্শ দেবেন না কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৪

শরণার্থী ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ধরনের পরামর্শ দেবেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার যুক্তরাষ্ট্র সফরে এ কথা বলেন তিনি।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ট্রুডো বলেন, একটি দেশের সরকার কিভাবে শাসন করবে তা তাদের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপার কোনো পরামর্শ দেয়া সঠিক নয়।

এসময় অভিবাসন ইস্যুতে ৭ মুসলিম দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা খোলা, তবে মন্দ মানুষদের ঢুকতে দেবে না সরকার।

ট্রাম্প-ট্রুডোর বৈঠকে প্রাধান্য পায় উত্তর আমেরিকার দু’দেশের মুক্ত অর্থনৈতিক বাণিজ্য এবং সহযোগিতার বিষয়। তবে সিরীয় শরণার্থী বিষয়ক প্রশ্নে অভিবাসন নীতির কথাই ওঠে আসে পুরো সংবাদ সম্মেলনজুড়ে।


এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh