• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

থাইল্যান্ডে নতুন সংবিধান পক্ষে-বিপক্ষে গণভোট

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১৭:৪৬

মানবাধিকার সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও থাইল্যান্ডে সেনা-সমর্থিত কমিটির নতুন সংবিধান গ্রহণ-বর্জনের প্রশ্নে গণভোট চলছে। এতে ভোট দিচ্ছেন চার কোটি থাই। সন্ধ্যায় ফল ঘোষণা হবাওয়ার কথা।

সংবিধানটি মেনে নিলে আগামী বছর দেশটিতে জাতীয় নির্বাচন দেবেন জান্তা-সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা।

নতুন সংবিধানের পক্ষের লোকজন বলছেন, এটি পূর্ণ গণতন্ত্রের পথে ফেরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে বিরোধীরা বলছেন, প্রচারণা নিষিদ্ধ করে ভোট আয়োজন একতরফা।

সমালোচকদের ভাষ্য, নতুন সংবিধান প্রণীত হলে অতিরিক্ত ক্ষমতা পাবে থাই সেনাবাহিনী। যাকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কৌশল ভাবা হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, নতুন সংবিধান মত প্রকাশ ও তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত করবে। ২০১৪ সালে ইংলাক সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বাতিল করে সংবিধান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh