• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে নিষিদ্ধ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩

সারাদেশের পাবলিক প্লেস ও অফিসে প্রকাশ্যে ভ্যালেন্টাইন’স ডে উদযাপন নিষিদ্ধ করলেন পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার দেশটির নাগরিক আব্দুল ওয়াহিদের দাখিল করা পিটিশনের শুনানি শেষে বিচারপতি শওকত আজিজ ভ্যালেন্টাইন’স ডে উদযাপন নিষিদ্ধের এ আদেশ দেন।

শওকত আজিজ বলেন, ফেডারেল মিনিস্ট্রি অব ইনফরমেশন, পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এবং ইসলামাবাদ হাইকমিশনকে আদালতের আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে কি না তার জবাব দিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকেও ভ্যালেন্টাইন’স ডে সংক্রান্ত সব ধরনের প্রচারণা, সংবাদ ও ফিচার প্রকাশ বন্ধ করতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

ভ্যালেন্টাইন’স ডে নিষিদ্ধের আবেদনে আব্দুল ওয়াহিদ বলেন, মূলধারার মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যালেন্টাইন’স ডে সংক্রান্ত প্রচারণা ইসলামী জীবনবিধান বিরোধী এবং এসব দ্রুত নিষিদ্ধ করা উচিত।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh