• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার ভেসে এলো ২শ’ তিমি

অনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫০

নিউজিল্যান্ডে ৪শ’রও বেশি তিমি সমুদ্র উপকূলে ভেসে আসার একদিন পর এবার প্রায় ২শ’ তিমি দেশটির একটি প্রত্যন্ত বিচে ভেসে এসেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, শনিবার ২৪০টি ভিন্ন ধরনের তিমি পোপোঙ্গা ও পাকাওয়াউ এলাকার মাঝামাঝি থাকা বিচে এসে আটকা পড়ে। জোয়ারের পানিতে বিচে আসা তিমিগুলোর বেশিরভাগই এরইমধ্যে সমুদ্রের পানিতে ভাসানো হয়েছে।

তিমিগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে ১৭টি গোষ্ঠীর শতাধিক স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মী।

শুক্রবার দেশটির সাউথ আইল্যান্ডের গোল্ডেন বে উপকূলে শ’ শ’ তিমি চলে আসার ঘটনা নিউজিল্যান্ডে বিরল নয়। তবে একসঙ্গে এতো বেশি সংখ্যক তিমি আছড়ে পড়ার ঘটনা ব্যতিক্রম।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh