• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘হিলারি ভারসাম্যহীন’

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১১:৪৩

নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। একে অপরকে পাল্টাপাল্টি আক্রমণে ব্যস্ত থাকছেন। তবে এ দৌড়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনান্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, নিহত সেনা কর্মকর্তার বাবা-মা, বা বন্ধুরাষ্ট্র জাপান। আবার কখনও দেশীয় গণমাধ্যম কেউই

ট্রাম্পের সমালোচনা থেকে রক্ষা পায়নি। নতুন করে আক্রমণের শিকার হলেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি।

এবার ট্রাম্প বললেন, হিলারির মস্তিষ্কে শর্ট-সার্কিট হয়েছে। তাই সে অস্থির, ভারসাম্যহীন এবং মার্কিন প্রেসিডেন্ট হবার অযোগ্য।

শনিবার নিউ হ্যাম্পশায়্যারে সমর্থকদের উদ্দেশ তিনি এসব কথা বলেন।

রিপাবলিকান দলের এ প্রার্থী আরো বলেন, সে মিথ্যাবাদী এবং ভয়ঙ্কর। এমন একজন প্রেসিডেন্ট হতে পারেন না।

অপরদিকে হিলারিও তার প্রচারণায় ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পকে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেছেন। এছাড়া তিনি ট্রাম্পের চরিত্র এবং ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন।

এদিকে সিআইএ’র সাবেক প্রধান মাইকেল মোরেল বলেছেন, ট্রাম্প এ পদের জন্য অযোগ্য। সে দেশের নিরাপত্তার জন্য হুমকি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh