• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবার অষ্ট্রিয়ায় বোরখা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ জানুয়ারি ২০১৭, ২২:০৯

ফ্রান্স ও বেলজিয়ামের পর এবার নিকাব নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো অষ্ট্রিয়া। দেশটির ক্ষমতাসীন জোট সরকার প্রকাশ্য স্থানে পুরো মুখ ঢেকে রাখার নিকাব নিষিদ্ধের বাপারে একমত হয়েছে।

সরকার বলছে, স্কুল-কলেজ, আদালত-এরকম জায়গায় নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে শরিক দলগুলো একমত। এছাড়াও যারা সরকারি চাকরি করেন তাদের মাথায় স্কার্ফ বা হিজাবের ওপর নিষেধাজ্ঞার কথাও বিবেচনা করা হচ্ছে।

২০১১ সালে ফ্রান্স ও বেলজিয়াম বোরখা নিষিদ্ধ করে। আর একই ধরনের পরিকল্পনা নিয়ে এখন আলোচনা হচ্ছে হল্যান্ডের পার্লামেন্টেও। ৎ

গেলো মাসে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলও তার দেশে নিকাব নিষিদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন। আইনগতভাবে যেখানেই এটি করা সম্ভব সেখানেই তা করা উচিত বলে জানান তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh