• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাঁজা চকলেট !

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:২৬

মাদক ভরা চকলেট বিক্রি হচ্ছে অনলাইনে। বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনটি হয়েছে ভারতের হায়দরাবাদে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন ডাক্তার।

সুজাত আলি খান নামে ৩৫ বছরের ওই ব্যক্তির ওপর সপ্তাহ দুয়েক ধরে নজর রেখে তাকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদের রাতাকোণ্ডা থানা পুলিশ। গেলো দু’বছর ধরে এ কাজে যুক্ত সুজাত। চকলেটের সঙ্গে মারিজুয়ানা (গাঁজার) পাউডার মিশিয়ে ছোট ছোট কাপে ভরে তা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিক্রি করত সে।

২০০৬ সালে হায়দরাবাদের মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে বেরোয় সুজাত। সরকারি নিজামসাগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে সে ২০১৪ পর্যন্ত কাজ করত। পরে সরকারি চাকরি ছেড়ে মাদকের ব্যবসায় নামে ওই চিকিৎসক। তবে পাশাপাশি প্রাইভেট প্র্যাক্টিস চালিয়ে যায় । তার তৈরি মাদক ভরা চকলেটের দাম ৫শ’ থেকে ১হাজার ৮শ’ রুপির মধ্যে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার অন্তত ৩ হাজার কাস্টমার।

সুজাতকে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে ৪৫টি মারিজুয়ানা চকলেট উদ্ধার করেছে পুলিশ। তামিলনাড়ুর ভেলোরে এগুলো পাচারের জন্য তৈরি ছিল।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh