• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্প ফিরিয়ে দিলেও স্বাগত জানালেন ট্রুডো

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৭, ১৯:৩৭

মুসলিম প্রধান ৭ দেশের নাগরিকদের স্বাগত জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার এক টু‌ইটে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া পদক্ষেপের বিপরীতে ওইসব দেশের শরণার্থী ও অভিবাসীদের স্বাগত জানালেন তিনি।

টু‌ইটে ট্রুডো বললেন, ‘যারা নিপীড়ন, সন্ত্রাস ও যুদ্ধ থেকে পালাচ্ছেন, ধর্মীয় বিশ্বাসের তোয়াক্কা না করে কানাডীয়রা আপনাদের স্বাগত জানাবে।

ওই ৭ দেশের দ্বৈত নাগরিকসহ কানাডার পাসপোর্টধারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।

কানাডার তথ্যমন্ত্রী ক্যামেরন আহমদ জানান, কানাডার অভিবাসন ও শরণার্থীনীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী ট্রুডো। তবে কবে এই আলোচনা হবে তা জানাননি তিনি।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh