• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শান্তি ফিরবে সিরিয়ায়?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০১৭, ১৪:২৬

সিরিয়া সংকট সমাধানে নতুন করে শান্তি আলোচনা শুরু হচ্ছে। সোমবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় রাশিয়া-তুরস্ক-ইরানের উদ্যোগে এ আলোচনায় অংশ নেবে সিরিয়া সরকার ও বিদ্রোহীরা।

গেলো বছর সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা স্থগিত হবার পর এটাই প্রথম উদ্যোগ। দু’দিনের আলোচনায় দেশটিতে অস্ত্রবিরতি বন্ধ করে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের পথ খোঁজা হবে।

বৈঠকে যোগ দেবেন রাশিয়া, তুরস্ক, ইরান ও জাতিসংঘ প্রতিনিধিরা। আস্তানার পর জাতিসংঘের মধ্যস্থতায় আসছে মাসে জেনেভায় ফের আলোচনায় বসবেন প্রতিনিধিরা।

বিদ্রোহীরা বলছেন, সিরিয়াজুড়ে অস্ত্রবিরতি নিশ্চিত করাই আস্তানা আলোচনার মূল লক্ষ্য। অন্যদিকে আলোচনার মাধ্যমে বিদ্রোহীদের সঙ্গে মিমাংসার পথ খুঁজবেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh