• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘হিলারি আইএসের প্রতিষ্ঠাতা’

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১৯:২৬

নভেম্বরে হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগেই পাল্টাপাল্টি মন্তব্যে জমে উঠেছে প্রচারণা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের জন্য ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন।

তার বক্তব্য নিয়ে বিপাকে পড়েছে রিপাবলিকান পার্টিও। দলের ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তা অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। কখনো তিনি হিলারিকে ‘শয়তান’ বলছেন, আবার ওবামাকে সবচেয়ে ‘বাজে’ প্রেসিডেন্ট হিসেবে মন্তব্য করছেন।

এবার তিনি হিলারিকে ‘আইএসের প্রতিষ্ঠাতা’ বলে মন্তব্য করলেন। ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি আইএসের প্রতিষ্ঠাতা। এর জন্য তার পুরষ্কার পাওয়া উচিত।

তিনি বলেন, অরল্যান্ডোর দিকে তাকান, বার্ণারদিনোর দিকে তাকান, তাকান বিশ্ব বাণিজ্যকেন্দ্রের দিকে। বিশ্বে যা ঘটছে তার দিকে তাকান। আমরা আইএসকে আজ এ অবস্থায় নিয়ে আসছি।

ট্রাম্প আরো বলেন, ঠকবাজ হিলারির কাছে হেরে যাওয়াটা হবে ভয়াবহ।

তিনি ক্ষমতায় থাকলে ৯/১১ এর হামলা হতো না বলে দাবি করেছেন এ ধনকুবের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh