• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইএস সংশ্লিষ্টতায় মার্কিন পুলিশ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১১:০০

আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক মার্কিন পুলিশকে গ্রেপ্তার করা হল। গেল বুধবার নিকোলাস ইয়ং নামের পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওয়াশিংটন পুলিশের পরিবহন বিভাগে কাজ করতেন।

যুক্তরাষ্ট্রে প্রথমবার কোন পুলিশ কর্মকর্তাকে আইএসকে সহযোগীতার অভিযোগে গ্রেপ্তার করা হল।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, আইএস সদস্য হতে আগ্রহী এফবিআই এজেন্টের সঙ্গে কয়েকবার দেখা করেছিলেন ইয়ং।

নিকোলাসের ব্যাপারে ২০১০ থেকেই তদন্ত করছে এফবিআই। গাদ্দাফিকে উৎখাতে চেষ্টাকারী বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করতে ২০১১ সালে লিবিয়া গিয়েছিলেন এ পুলিশ সদস্য। তিনি এফবিআইয়ের একজন তথ্যদাতার কাছে আইএস যোদ্ধাদের ব্যবহৃত মেসেজিং অ্যাকাউন্টের জন্য প্রায় আড়াইশ ডলারের ক্রেডিট পাঠিয়েছিলেন। আইএসের সদস্য সংগ্রহের জন্য এ অ্যাকাউন্ট ব্যবহৃত হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh