• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৮০০ পাউন্ড দৈত্যের কুমির (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৭, ২২:১৭

আমেরিকার ফ্লোরিডায় সার্কেল বি বার রিজার্ভ ফরেস্টের লেকে প্রায় ৮০০ পাউন্ড ওজনের কুমির ক্যামেরাবন্দি করলো কিম জোইনার নামে এক দর্শনার্থী।

হাম্পব্যাক নামের কুমিরটি প্রায় ১২-১৪ ফুট লম্বা। কিম জোইনার বিশালকার ওই কুমিরটির ছবি তোলার পাশাপাশি সেটির ভিডিওচিত্রও ধারণ করেন। পরে তিনি এগুলো তার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। ফেসবুকে শেয়ার করার পর ভিডিওচিত্র ও ছবিটি ভাইরাল হয়ে যায়। অনেকে এখন সার্কেল বি বার রিজার্ভ ফরেস্টে কুমিরটিকে দেখার জন্য ভিড় করছেন।

কিম জানান, ‘সেদিন আমি লেকের ধারে একটি রাস্তা ধরে হাঁটছিলাম। হঠাৎ দেখি দৈত্যকার একটি প্রাণী আমার ঠিক সামনে দিয়ে রাস্তাটি আড়াআড়িভাবে পার হচ্ছে। দৃশ্যটি দেখে আমি অনেক ভড়কে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা বের করে ছবি তুলি এবং ঘটনার ভিডিও করি। পরে আমি ওই ছবি এবং ভিডিও ফেসবুক ওয়ালে শেয়ার করি।’

এপি/এইচএম /এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh