• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মানহানি মামলায় ট্রাম্প

অারটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৭, ২০:১৫

সামার জারভোস। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেনটিস’র প্রতিযোগী ছিলেন এ নারী। সম্প্রতি সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। যৌন হয়রানিরও অভিযোগ করেছেন।

জারভোস জানান, ট্রাম্প মিথ্যুক ও নারীবিদ্বেষী। তিনি আমাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করেছেন। ২০০৭ সালে ট্রাম্প আমার ওপর বল প্রয়োগ করেন। এবং জাতির কাছে নিজ আচরণ সম্পর্কে মিথ্যা বলেছেন তিনি।

আরো বলেন, ওই শোতে অংশ নেবার এক বছর পর ট্রাম্পের একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসে আমার। এ জন্য তিনি বেভারলি হিলস হোটেলে ওই বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। এ সুযোগে ট্রাম্প তাঁকে জোর করে চুমু খান ও জড়িয়ে ধরেন।

জারভোস বলেন, ট্রাম্প হোটেলে আমাদের ওই কথাবার্তার বিষয়টি অস্বীকার করেছেন; যেমনটি অন্যদের বেলায়ও করেছেন। এটি আমার জন্য মানহানিকর।

সামার জারভোস বলেন, তার এ বক্তব্য মিথ্যা বলে ট্রাম্প যে দাবি করছেন, তা যদি তিনি ফিরিয়ে নেন, তাহলে তিনি (জারভোস) কোনো ক্ষতিপূরণ দাবি না করেই নিউইয়র্কে করা মামলা তুলে নেবেন।

অন্যদিকে ট্রাম্পের মুখপাত্র হোপ হিকস বললেন, ‘অযৌক্তিক এ গল্পের কোনো সত্যতা নেই।’

এপি/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh