• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিলিস্তিন ও ইসরায়েলকে হুঁশিয়ারি

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৭, ১৮:১০

একতরফাভাবে কোনো পদক্ষেপ নেয়া উচিত হবে না ফিলিস্তিন এবং ইসরায়েলের। এতে ভবিষ্যতের শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। দু’পক্ষকে এমন হুঁশিয়ারি জানালেন প্যারিস সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিরা।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় এমন সতর্কবাণী জানায় বিশ্বনেতারা। ফিলিস্তিন এ সম্মেলনকে স্বাগত জানালেও ইসরায়েল একে উল্লেখ করেছে ষড়যন্ত্রকারীদের সম্মেলন হিসেবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, প্যারিস সম্মেলন শান্তি প্রক্রিয়াকে পিছিয়ে দেবে। এ সম্মেলনে ৭২টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

এদিকে প্যারিস সম্মেলনের একদিন আগে শনিবার ইসরায়েলের মার্কিন দূতাবাস রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, এটি করা হলে হুমকির মুখে পড়বে শান্তি আলোচনা।


এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh