• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার গণধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা

অনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট ২০১৬, ১৩:১০

ভারতের জনাকীর্ণ মহাসড়কগুলো নারীদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। মাত্র তিন দিনের ব্যবধানে দেশটির অন্যতম অঙ্গরাজ্য উত্তর প্রদেশের একই মহাসড়কে দু’টি গণধর্ষণের ঘটনা তারই যেন জ্বলন্ত প্রমাণ।

গেল মঙ্গলবার দিল্লি-লক্ষ্ণৌ মহাসড়কের বারেলি এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলশিক্ষিকা। একই সড়কের বুলান্দশাহ এলাকায় মা ও মেয়ে গণধর্ষণের মাত্র ৩ দিন পর এ ঘটনা ঘটল।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই শিক্ষিকা বলেন, হেঁটে স্কুলে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি গাড়ি এসে তার গতিরোধ করে। এরপর দুই পুরুষ অস্ত্রের মুখে জোর করে তাকে গাড়িতে তুলে নেয়। চলন্ত গাড়িতেই তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে মহাসড়কের পাশে ক্ষেতে ফেলে রেখে যায়।

প্রতিবেদনে আরো বলা হয়, চলে যাওয়ার আগে তারা ওই শিক্ষিকাকে হুমকি দেয়, ‘এ ঘটনা কাউকে জানালে তারা ওই গণধর্ষণের ধারণকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছেড়ে দেবে।’ তবে ধর্ষকদের হুমকি অগ্রাহ্য করে থানায় মামলা করেন তিনি।

পুলিশ বলছে, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা যাবে বলে আশা করছি।

গত শনিবার দিল্লি-লক্ষ্ণৌ মহাসড়কের বুলান্দশাহ এলাকায় গাড়ি থেকে নামিয়ে মা ও তার ১৪ বছরের মেয়েকে গণধর্ষণ করে পাঁচ দুর্বৃত্ত। এ ঘটনায় জেরে ওই এলাকার পুলিশ ইন্সপেক্টরকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির গুরগাও এলাকায় চলন্ত গাড়িতে এক মেডিকেলে পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মৃত্যুও হয়। এ নিয়ে সমালোচনা ঝড় ওঠলেও থামছে না গণধর্ষণ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh