• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইউরোপে তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জানুয়ারি ২০১৭, ১৫:২৬

তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের পশ্চিমাঞ্চলের জনজীবন। বরফঠান্ডা আবহাওয়া আর শক্তিশালী ঝড়ে ফ্রান্স ও জার্মানিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পরিবহন ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে।

চলমান শৈত্যপ্রবাহে এ পর্যন্ত ইউরোপে মারা গেছেন অন্তত ৭০ জন। সবচে’ বেশী বিপদে পড়েছেন গৃহহীন আশ্রয়প্রার্থীরা। ফ্রান্সের নরম্যান্ডি ও প্যারিসের উত্তরাঞ্চলে তুষারঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে সাড়ে তিন লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ।

আরো তীব্র তুষারপাতে ঢাকা পড়তে যাচ্ছে জার্মানি। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের রাইনল্যান্ড, প্যালাটিনেট ও উত্তর বাভারিয়ায় আঘাত হানে তুষারঝড় ‘ইগোন’। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

ইংল্যান্ডের পূর্ব উপকূলে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এছাড়া পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, গ্রীস, ইতালি, সার্বিয়া, তুরস্কসহ বেশ ক’টি দেশে ভারি তুষারপাত অব্যাহত রয়েছে।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh