• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভারতের পতাকার আদলে পাপোশ, পররাষ্ট্র মন্ত্রীর নিন্দা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ জানুয়ারি ২০১৭, ১৭:০৪

ভারতের পতাকার মতো পাপোশ পাওয়া যাচ্ছে কানাডিয়ান কোম্পানি অ্যামাজনের ওয়েবসাইটে। সঙ্গে সঙ্গেই এর তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। টুইটারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

টুইটারে সুষমা লেখেন, অ্যামাজনের উচিত ক্ষমা চাওয়া এবং তাদের পণ্যটি সরিয়ে ফেলা।

তিনি বলেন, ওই কোম্পানির কর্মকর্তাদের ভিসা বাতিল করা হবে এবং পরবর্তীতে আর ভিসা দেয়া হবে না। কানাডায় ভারতীয় হাইকমিশনকে এ ব্যাপারে অ্যামাজনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর পরপরই ওয়েবসাইট থেকে পণ্যটি সরিয়ে ফেলা হয়।

অ্যামাজনে অন্যান্য দেশের পতাকার আদলে ডোরম্যাট বা পাপোশ বিক্রি করা হয়। কিন্তু ভারতে পতাকার অবমাননা করা শাস্তিযোগ্য অপরাধ। আর এর শাস্তি হিসেবে জেল জরিমানার বিধান আছে।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh