• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হিলারিকে ‘শয়তান’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১২:৫৪

আবারো বেঁফাস মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ বললেন তিনি।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সমাবেশে হিলারিকে নিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

ডেমোক্রেটিক দলের বাছাইপর্বে হিলারির প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সকে উদ্দেশ করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, তিনি শয়তানের সঙ্গে সমঝোতা করেছেন। তিনি (হিলারি) শয়তান।

প্রয়াত মার্কিন সেনা হুমায়ুন খানের বাবা-মাকে নিয়ে মন্তব্যের জেরে নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। এবার তার আক্রমণাতœক মন্তব্যের শিকার হলেন হিলারি।

গেল সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে খিজির খান তাঁর নিহত সন্তানের আত্মত্যাগ স্মরণ করে ভাষণ দেন। সেই ভাষণে তিনি মুসলিম বিরোধিতার জন্য ট্রাম্পের সমালোচনা করেন। ওই বক্তব্যের জন্য খিজির খান ও তাঁর স্ত্রী গাজালা খানের নিন্দা করেন ট্রাম্প।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh