• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জিকা আতঙ্কে মিয়ামিতে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১২:৩৬

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জিকা ভাইরাসের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ১০ জন জিকা ভাইরাস আক্রান্ত গর্ভবতী নারী সনাক্ত হওয়ায় এ সতকর্তা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় ওয়াইনউড এলাকায় মশার কামড়ে দশ নারী আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই সেখানে থাকা অন্য গর্ভবতী নারীদের জিকা আক্রান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

১৫ জুনের আগে বা পরে যেসব গর্ভবতী নারীরা ঐ এলাকায় ছিল তাদেরকে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে ফ্লোরিডা রাজ্যের স্বাস্থ্য বিভাগ। আর যারা গর্ভধারণে আগ্রহী তাদেরকে ৮ সপ্তাহ অপেক্ষা করতে বলা হয়েছে।

ফ্লোরিডা রাজ্যের গভর্নর রিক স্কট জিকার প্রকোপ দূর করতে একটি জরুরি তদন্ত দল গঠন করার কথা জানিয়েছেন।

মশার মাধ্যমে ছড়ানো জিকা ভাইরাসে আক্রান্ত ছোট মাথা বিশিষ্ট শিশু বা মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত শিশু জন্ম নিতে পারে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh