• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রুশবিরোধীরা বোকা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০১৭, ১২:১২

রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক যারা ভালো চোখে দেখেন না তারা বোকা। মন্তব্য করলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার টুইটারে এমন মন্তব্য করে তিনি লেখেন, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকা ভালো, খারাপ কিছু নয়। শুধু নির্বোধ কিংবা বোকারাই একে খারাপ ভাবে।

ট্রাম্পের আশা, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তার সময়ে মস্কো ওয়াশিংটনকে অনেক বেশি সম্মান করবে বলেও জানান তিনি।

গেলো নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সহায়তা করেছিলেন- মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এমন প্রতিবেদনের পরই এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।

এ সময় গোয়েন্দা প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন তিনি।

টুইটবার্তায় রাশিয়ার সঙ্গে কাজ করার অঙ্গীকার করে ট্রাম্প জানান, বিশ্বব্যাপী অনেক সমস্যা মোকাবেলা করছি। নতুন করে সমস্যা তৈরি করা ঠিক হবে না। তবে যেকোনো সমস্যা মোকাবেলায় দু’পক্ষই একসঙ্গে কাজ করবে।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh