• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হিলারিকে কলঙ্কিত করাই ছিল পুতিনের লক্ষ্য!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০১৭, ১৬:০১

হিলারি ক্লিনটনকে কলঙ্কিত করা, তার সমর্থকদের ভিন্ন দিকে প্রভাবিত করা এবং আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি দেশটির নাগরিকদের আস্থা নষ্ট করাই ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য। এমনটাই দাবি জানালেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ, সিআইএ এবং এফবিআই কর্মকর্তারা।

শুক্রবার সংস্থাগুলোর যৌথ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

‘আনক্লাসিফায়েড’ নামে ২৫ পৃষ্ঠার প্রতিবেদনে, মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারে পুতিনের নির্দেশনার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। পছন্দের প্রার্থীকে জয়ী করতে রুশ প্রেসিডেন্টের হস্তক্ষেপ, আমেরিকার রাজনীতিকে নিজের পক্ষে ব্যবহারের জন্য রাশিয়ার প্রচারণা-সবকিছুই তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রভাব বিস্তারের নির্দেশ দিয়েছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সুনজর ছিল তার।

এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, নির্বাচনের ফল কোনোভাবেই প্রভাবিত হয়নি।

এফএস/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh