• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অলৌকিক কিছু ঘটানো অসম্ভব

অনলাইন ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:৪৪

জাতিসংঘ বর্তমানে বহু চ্যালেঞ্জের মুখে থাকায় অলৌকিক কোনো ঘটনা ঘটানো সম্ভব নয়। বললেন জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস।

মহাসচিব হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পালনের আগে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে একথা বলেন তিনি।

সাবেক এ পর্তুগিজ প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সব স্থানে সংঘর্ষ চলছে, যার একটির সঙ্গে আরেকটির সম্পর্ক আছে। এ কারণেই দমন করা যাচ্ছে না আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। বিশ্বব্যাপী বহু জটিল সংকট নিয়ে কাজ করতে হচ্ছে জাতিসংঘকে। এসব সংকটের ব্যাপারে অলৌকিক কিছু ঘটানোর আশা করা ঠিক হবে না।

তিনি আরো বলেন, জাতিসংঘ অনেকক্ষেত্রে মানুষের দুর্ভোগ কমাতে সফল হয়েছে। কিন্তু সংঘর্ষ দমনে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতা কাটিয়ে উঠতে স্থানগুলো চিহিৃত এবং আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি পাওয়ার কথাও বলেন গুটেরেস। জানুয়ারির ১ তারিখে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেন তিনি।


এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh