• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশি জেরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ জানুয়ারি ২০১৭, ১০:০০

দুর্নীতির অভিযোগ তদন্তে পুলিশি জেরায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির আইন মন্ত্রণালয় জানায়, সোমবার জেরুজালেমে তার বাসভবনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া বিশেষ সুবিধার অভিযোগ তদন্তে তাকে প্রায় তিন ঘন্টা জেরা করা হয় বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন নেতানিয়াহু। এ ধরণের তদন্ত কোন প্রভাব ফেলতে পারবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। সে সঙ্গে সংবাদমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষকে উৎসব না করতে সতর্ক করে দেন তিনি।

নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায়ভাবে হাজার হাজার ডলার মূল্যের উপহার নেয়ার অভিযোগ রয়েছে। ২৮ ডিসেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় পুলিশকে ফৌজদারি তদন্তের নির্দেশ দেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh