• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

থার্টিফার্স্টে পুলিশের সামনেই নারীর শ্লীলতাহানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জানুয়ারি ২০১৭, ২০:২৯

থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে পুলিশের সামনেই শ্লীলতাহানির শিকার হলেন ভারতের বেঙ্গালুরু রাজ্যের কয়েকজন নারী।

নতুন বছর উদযাপনের জন্য শহরের প্রাণকেন্দ্র এমজি ও ব্রিজ রোডে নেমে আসেন বেঙ্গালুরুর বাসিন্দারা। এসময় সেখানে প্রায় ১৫ শ’ পুলিশ সদস্য মোতায়েন ছিল।

নতুন বছরের প্রথম প্রহর শুরু হবার আগেই পরিবারের সঙ্গে আসা নারীরা সেখানে লাঞ্ছনার শিকার হন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, একদল মাতাল যুবক পরিবারের সামনেই নারীদের ওপর নিপীড়ন চালান।

নিপীড়িত হওয়া পরিবারের সদস্যদের অভিযোগ, ওই সময় পুলিশের সহায়তা চেয়েও পায়নি তারা।

পুলিশের দাবি, কয়েকজন নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বেঙ্গালুরু মিরর জানায়, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের এবং কাউকে আটক করা হয়নি।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh