• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ার বিরুদ্ধে আইএসের জিহাদের ঘোষণা

অনলাইন ডেস্ক
  ০১ আগস্ট ২০১৬, ১২:৫৯

রাশিয়ার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রোববার এ সংক্রান্ত একটি ভিডিও ইউটিউবে প্রকাশের মাধ্যমে আইএস সদস্যদের রাশিয়ায় হামলা চালানোর আহ্বান জানানো হয়।

নয় মিনিটের ওই ভিডিওতে মুখোশ পরিহিত এক ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দেন। সেখানে পুতিনকে উদ্দেশ্য করে বলা হয়, আমরা রাশিয়াতে আসব এবং তোমাকে নিজ বাসায় হত্যা করব। ভাইয়েরা, জিহাদ শুরু কর, হত্যা কর এবং তাদের সঙ্গে যুদ্ধ কর।

ভিডিওতে আরও দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা আমর্ড যানবাহন ও তাঁবুতে হামলা চালাচ্ছেন এবং মরুভূমিতে অস্ত্র সংগ্রহ করছেন।

তাৎক্ষণিকভাবে ভিডিওটি আইএসের কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি টেলিগ্রাম মেসেজিং অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যা আইএস ব্যবহার করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া এবং পুতিনকে হুমকি দিচ্ছে জঙ্গিরা। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস সতর্ক করে বলেছে, দেশে আইএসের প্রতি মানুষের ঝোঁক বেড়ে যাচ্ছে। দেশের বহু তরুণ আইএসের প্রতি সমর্থন জানিয়ে ইরাক ও সিরিয়ায় গিয়ে আইএসের দলে যোগ দিয়েছে।সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh