• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দরকার হলে শক্তি প্রয়োগ : ভারতের নতুন সেনাপ্রধান

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৭, ১৯:১৩

সীমান্তে শান্তিরক্ষার প্রয়োজনে ভারতীয় সেনারা শক্তি প্রয়োগ করবে। রোববার দায়িত্ব গ্রহণ করার পর এমনটা বললেন ভারতের ২৭তম সেনাপ্রধান বিপিন রাওয়াত।

তিনি বলেন, সেনা সদস্যদের দায়িত্ব দেশে এবং সীমান্তে শান্তিরক্ষা করা। এ শান্তিরক্ষার প্রয়োজনে যদি শক্তি প্রয়োগ করতে হয়, তাহলে সেনারা তাই করবে।

তিনি আরো বলেন, লেফটেন্যান্ট জেনারেল প্রাভিন বকশি ও পি এম হারিজ নিজেদের দায়িত্বে অব্যাহত থাকবেন এবং ঐক্য বজায় রাখতে কাজ করবেন।

এদিকে গেলো শনিবার লেফটেন্যান্ট জেনারেল প্রাভিন বকশি বলেন, ‘নতুন সেনাবাহিনী প্রধানকে পূর্ণ সমর্থন করছি।’এক ভিডিও কনফারেন্সে বকশি সেনাসদস্যদের বলেন, পূর্ণ পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে তার নেতৃত্ব অব্যাহত থাকবে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh