• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিজাবের আড়ালে ভয়ঙ্কর ওরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৭, ১৭:২৬

কালো হিজাবের আড়ালে লুকিয়ে থাকা নারীগুলোর চেহারা কোমল। কিন্তু চোখটা দেখলেই বোঝা যায় ধুর্ত ও কঠোরতায় ভরা৷ আক্রমণকারীকে সেকেন্ডেই কুপোকাত করার ক্ষমতা রাখেন। আছে মার্শাল আর্ট প্রশিক্ষণ আর এভারেস্ট জয়ের দক্ষতা। ওরা আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্য।

ব্রিটিশ যুবরাজ চার্লস ও প্রিন্সেস ক্যামেলিয়া আমিরাত সফরে গেলে তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছিল এই বাহিনীরই পাঁচ নারী কমান্ডো। বিদ্যুতের মতো ক্ষিপ্র গতি সম্পন্ন পাঁচ মহিলা কমান্ডোদের দেখে ব্রিটিশ রয়েল ফোর্সের কমান্ডার রীতিমত বিস্ময় প্রকাশ করেছিলেন।

জানা গেছে, হিজাবের আড়ালেই লুকিয়ে রাখেন আগ্নেয়াস্ত্র৷ অসম্ভব সৌন্দর্য নিয়ে থাকা প্রায় ৫০ জন নারী কমান্ডো কাজ করছেন প্রেসিডেন্সিয়াল গার্ডে। যাদের প্রত্যেকের বয়স ২৯-৩০ বছর৷ প্রিন্সেস ক্যামেলিয়ার মুখেই তার প্রমাণ পাওয়া গেল।

তিনি বললেন, 'ওরা এত সুন্দর আর কোমল। ভাবাই যায় না, পর্দার আড়ালে তারা এতটা দক্ষ। আমি বিস্মিত, অভিভুত। এদের দু’জন আবার এভারেস্টও জয় করেছেন।'

এসজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh