• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রতিশোধ না নেয়ায় পুতিনের প্রশংসায় ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ৩১ ডিসেম্বর ২০১৬, ০৯:৫২

আমেরিকা থেকে ৩৫ রুশ কূটনীতিক বহিষ্কারের প্রতিশোধ না নেয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটবার্তায় পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প লেখেন, ‍সিদ্ধান্তটি অসাধারণ। পুতিনকে খুবই স্মার্ট ব্যক্তি হিসেবে সব সময়ই তিনি জানতেন।

শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে ৩৫ কূটনীতিক বহিষ্কারের জবাবে দেশটির সম সংখ্যক কূটনীতিক বহিষ্কারের প্রস্তাব করে। তবে তা নাকচ করে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

পুতিন বলেন, এখনই কাউকে রাশিয়া থেকে বহিষ্কার করবেন না তিনি। মার্কিন কূটনীতিকদের জন্য কোন সমস্যা তৈরি করতে চায় না তার দেশ। নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই সিদ্ধান্ত নেবেন পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমেরিকা। ট্রাম্প-পুতিন বেশ ক’বার পরস্পরের প্রশংসা করায় ট্রাম্প প্রশাসনে রুশ-মার্কিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেই ধারণা বিশ্লেষকদের।

এফএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh