• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পৃথিবীর সবচেয়ে পুরাতন পানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৩

আদিমতম পানি? সেটাইবা হয় কী করে! অদ্ভুত হলেও সত্য, এ পানির অস্তিত্ব পাওয়া গেছে কানাডার একটি খনিতে। পৃথিবীর জন্মের ২০০ থেকে ২৫০ কোটি বছর পরই যে পানির স্রোতে ভেসে গিয়েছিল পৃথিবী নামের গ্রহ। ভূপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার গভীরতায় এ পানির অবস্থান নির্ণয় করেছেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

প্রায় ২০০ কোটি বছর আগেকার এ জলস্রোত, যা এখনো একটি নির্দিষ্ট এলাকাজুড়ে রয়েছে বদ্ধ জলাশয়ের স্রোতের মতো। এটিই পৃথিবীর 'আদিমতম জলস্রোত'। তবে ভূতত্ত্ববিদদের বিশ্বাস, এ পানি এখনো টিকে রয়েছে আদিমতম অণুজীবকে ঘিরে। যাদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সাধারণত পৃথিবীতে পানির অস্তিত্ব মেলে পৃথিবীর জন্মের পরই। পৃথিবীর বয়স এখন ৪৫৪ কোটি বছর বলে মনে করছেন গবেষকরা।

এখন প্রশ্ন ওঠতে পারে, ‘প্রাচীনতম পানি’ বিবেচনা করা হয় কী করে? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তবে বিজ্ঞানীর পানির আইসোটোপ থেকেই এ বিষয়টি নির্ণয় করা সম্ভব। পাশাপাশি আরো কিছু বিষয় পরীক্ষা-নিরীক্ষা করেই এটা নির্ধারণ করা হয়।

এসজে/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh