• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবার সাইবার হামলার শিকার রাশিয়া

অনলাইন ডেস্ক
  ৩১ জুলাই ২০১৬, ১১:২৬

এবার সাইবার হামলার শিকার হলো রাশিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, ২০টি সংস্থার নেটওয়ার্কে সাইবার স্পাইং ভাইরাস পাওয়া গেছে।

কারা এ হামলা করতে পারে সে ব্যাপারে এফএসবি বলছে, পরিকল্পিতভাবে পেশাদার হামলাকারীরা এ সাইবার হামলা চালিয়েছে। হামলাকারীদের লক্ষ্য ছিল দেশের সরকারি, বিজ্ঞানবিষয়ক ও প্রতিরক্ষাবিষয়ক সংস্থা। গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোগুলোও এ হামলার লক্ষ্যবস্তু।

এফএসবি আরো জানিয়েছে, হামলাকারীরা ম্যালওয়্যারের মাধ্যমে কম্পিউটারের ওপর নজরদারি করতে পারছে। কী-বোর্ডে কী টাইপ করা হচ্ছে তা তারা জানতে পারে। এমনকি কম্পিউটারে ক্যামেরা, মাইক্রোফোন চালু করতে পারে এবং স্ক্রিনশট নিতে পারে।

শুক্রবার সাইবার হ্যাকিংয়ের শিকার হয়েছিল ডেমোক্রেটিক পার্টির মনোনিত প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা বিষয়ক তথ্য। ডেমোক্রেটরা এ জন্য রাশিয়াকে দায়ী করে। এ অভিযোগ অস্বীকার করে নিন্দা জানায় রাশিয়া।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা রুশ হ্যাকাররা এ হামলা চালিয়েছে।

সাইবার হামলার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে এফবিআই।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh