• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তৃতীয়বারও জয়ী হতাম-ওবামা, উড়িয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ডিসেম্বর ২০১৬, ১২:৫১

প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে তৃতীয়বারও জয়ী হতাম। জনগণ এখনো আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমর্থন করেন। মন্তব্য করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্প্রতি সিএনএন ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘দ্য অ্যাক্স ফাইলসে’ প্রকাশিত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

গেলো মাসে বিশ্বজুড়ে বহুল আলোচিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে অপ্রত্যাশিতভাবে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই তিনি হোয়াইট হাউসে উঠবেন। তা সত্ত্বেও ওবামার বিশ্বাস, নির্বাচনে ফের লড়তে পারলে তিনি জয়ী হতেন।

নিজেরই সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলরডকে দেয়া সাক্ষাৎকারে বিদায় প্রেসিডেন্ট বলেন, জনগণ আমার উন্নয়নশীল দৃষ্টিভঙ্গি সমর্থন ও বিশ্বাস করেন। কারণ, জনগণের কল্যাণে যা করা উচিত আমি তাই করেছি।উন্নয়নমূলক কাজের জন্য নিজেকে গর্বিত মনে করি।

ওবামার মতে, তরুণ প্রজন্ম অনেক বেশি স্মার্ট, সহিষ্ণু, সৃজনশীল ও উদ্যমী।

এদিকে, বারাক ওবামার এমন বক্তব্য উড়িয়ে দিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় তিনি বলেন, ওবামা মনে করেন, আমার বিরুদ্ধে তিনি জয়ী হতেন। কিন্তু আমি বলছি, কোনো উপায় নেই।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh