• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিঠুনের পদত্যাগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ ডিসেম্বর ২০১৬, ০৯:২৭

প্রখ্যাত ভারতীয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। পদত্যাগপত্রে অসুস্থতার কথা জানিয়েছেন তিনি।

রাজ্যসভায় নির্বাচিত হবার পর অল্প কিছুদিন সংসদে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে তদন্তের সূত্রে সিবিআই জিজ্ঞাসাবাদ করার পর আর সংসদে যাননি তিনি। কয়েক দফায় চিঠি পাঠিয়ে ছুটি নিয়েছেন। এসময় অসুস্থও হয়ে পড়েন জনপ্রিয় এ অভিনেতা।

বাংলা রাজ্যসভায় কয়েকদিন যাবতই কানাঘুষা চলছিল মিঠুনের ইস্তফার বিষয়ে । তৃণমূলের একটি সূত্র আনন্দবাজার পত্রিকা জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন। রাজ্যসভায় তার মেয়াদ শেষ হবার কথা ২০২০ সালের এপ্রিলে।

এমকে/ আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh