• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খোঁজা হচ্ছে বিধ্বস্ত বিমানের যাত্রীদের

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৩

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের আরোহীদের খোঁজে অভিযান শুরু করেছে রাশিয়া। দুর্ঘটনাস্থল সোচি শহরের কাছের এ অভিযানে অংশ নিচ্ছেন তিন হাজারের বেশি মানুষ। এদের মধ্যে শতাধিক স্কুবা ডাইভারও রয়েছে।

অনুসন্ধানে ব্যবহার করা হচ্ছে জাহাজ, জেট, হেলিকপ্টার ও সাবমেরিনের মতো যান। রোববার বিধ্বস্ত হওয়া বিমানটির সব আরোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সোমবার রাশিয়ায় জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কোনশেনকোভ জানিয়েছেন, এ অভিযান অব্যাহত থাকবে। বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে শক্তিশালী স্পটলাইট ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh