• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিশ্বজুড়ে বড়দিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৬

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে নানা আয়োজন থাকে বিশ্বজুড়ে। উদযাপনেও থাকে ভিন্নতা। গির্জায় গির্জায় প্রার্থনা, শিশুদের মিলনমেলা, দোকানিদের নানা পসরা সাজানোর আয়োজনের বাইরে আতশবাজিও রঙ ছড়ায় খ্রিস্ট সম্প্রদায়ের মানুষদের মাঝে। বিশ্বজুড়ে বড়দিন উদযাপনের এমনই কয়েকটি চিত্র তুলে ধরা হলো-

বড়দিনে ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিস শিশু যিশুর পায়ে চুমু খান। এসময় তিনি বিশ্বজুড়ে শিশুদের দুর্ভোগের নিন্দা জানান।

বড়দিনের মূল আনুষ্ঠানিকতার আগে ইন্দোনেশিয়ার একটি চার্চে মোমবাতি জ্বালিয়ে আনন্দ জানাচ্ছে শিশুরা।

চীনের বেইজিংয়ে একটি সুইমিং ক্লাবে ক্রিসমাস পার্টিতে দেখা যায় শিশুদের উচ্ছ্বাস।

কানাডার মন্ট্রিলে বরফে স্কি খেলায় মেতে উঠেছে শিশুটি।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাধারণের পাশাপাশি ওয়াটার স্কিতে মেতেছে সান্তা ক্লজ।

বৈরুতে সিরিয় শরণার্থী শিশুর হাতে গিফট তুলে দিচ্ছে সান্তা ক্লজের সাজে থাকা লেবানিজ মেয়েটি।

হংকংয়ে বড়দিন উদযাপনে মেতেছে সবাই। ছবি তোলায় ব্যস্ত অনেকে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাইরে শাহ আলম-এ ক্রিসমাস ইভে এলইডি লাইট দিয়ে সজ্জিত ক্রিসমাস ট্রি’র ছবি তোলায় ব্যস্ত পর্যটকরা।

ইরাকের বারতেলায় একটি চার্চে বড়দিন পালন করতে মোমবাতি জ্বালান এ দু’মার্কিন সেনা।

আরকে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh