• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের ড্রোন ফেরত দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ডিসেম্বর ২০১৬, ১২:১০

দক্ষিণ চীন সাগরে আটক করা মার্কিন ড্রোন ফেরত দিলো চীন। দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এটি ফেরত দেয়া হয়েছে। বিষটি নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিজেদের সমুদ্র উপকূলের কাছে সাগরে সন্দেহভাজন চলাফেরার কারণে ড্রোনটি আটক করেছিল চীন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ড্রোন ফেরত দেয়ার প্রক্রিয়া শেষ করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ।

গেলো শনিবার দক্ষিণ চীন সাগরে সন্দেহজনক চলাফেরার অভিযোগ করে চালকবিহীন মার্কিন ডুবোজাহাজ আটক করে চীন। তবে ফিলিপাইনের কাছে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি তথ্য সংগ্রহ করছিলে বলে জানায় পেন্টাগন। সে সঙ্গে জাহাজটি ফেরত দেয়ারও দাবি করে।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh