• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বার্লিনে আনন্দের মার্কেটে ঢুকলো লরি, নিহত ১২

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ ডিসেম্বর ২০১৬, ১০:৪২

জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরির চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন অন্তত ১২ জন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বড়দিন উপলক্ষে ক্রিসমাস মার্কেটে কেনাকাটায় ব্যস্ত লোকজনকে চাপা দেয় লরিটি। এটি নিছক দুর্ঘটনা নাকি হামলা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ফুটেজ পর্যবেক্ষণ করে একে সুপরিকল্পিত হামলা বলে ধারণা করছে পুলিশ।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানায়, হামলাকারী লরির ড্রাইভার আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকে আসা একজন শরনার্থী। যিনি ফেব্রুয়ারিতে জার্মানিতে এসেছেন।

জার্মানীর স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেইজেরে বলেন, এটিকে একটি ইচ্ছাকৃত হামলা মনে করছে সরকার।

গেলো ১৪ই জুলাই ফ্রান্সের নিস শহরে লরি হামলার সঙ্গে মিল রয়েছে এ হামলার। ঐ হামলায় ৮৬ জন নিহত হয়েছিল। পরবর্তীতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) ঐ হামলার দায় স্বীকার করে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh