• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ড্রোন ফেরত চাইছে যুক্তরাষ্ট্র, চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ডিসেম্বর ২০১৬, ০৯:০৯

যুক্তরাষ্ট্রের ড্রোন আটকের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। চীনের সমুদ্র উপকূলের কাছে সাগরে সন্দেহভাজন চলাফেরা করার ব্যাপারে ওয়াশিংটনকে হুঁশিয়ারি জানানো হয়েছে বেইজিং এর পক্ষ থেকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, বেআইনীভাবে তাদের ড্রোন আটক করেছে চীন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন চলাফেরার কারণে ড্রোনটি আটক করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।

পেন্টাগনের একজন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, "এটি আমাদের। এটাতে পরিষ্কার করে লেখা ছিলো এটি আমাদের। আমরা এটি ফেরত চাই। আমরা চাই এরকম ঘটনা যেন আর কখনো না ঘটে।"

এই ঘটনার পর মি. ট্রাম্প টুইটবার্তায় বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের গবেষণা জাহাজটি চুরি করেছে। এটি একটি নজিরবিহীন ঘটনা।

অপর এক টুইটবার্তায় ট্রাম্প জানায়, আমরা চীনকে জানাতে চাই, আমরা তাদের চুরি করে নিয়ে যাওয়া ডোনটি চাই না। তাদেরকে ড্রোনটি রাখার সুযোগ দেয়া হোক।

তবে চীনের কর্মকর্তারা বলেছেন, এখন এ ড্রোনটিকে কিভাবে যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া হবে তা নিয়ে দু'দেশের সামরিক কর্মকর্তারা আলোচনা করছেন।

এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh