• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭

আসছে বছর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ব্যাপারে ইঙ্গিত দিলেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন। চলতি মাসেই জাতিসংঘের মহাসচিবের পদ থেকে বিদায় নেবেন তিনি।

জাতিসংঘ মহাসচিব হিসেবে দেয়া শেষ সংবাদ সম্মেলনে মুন জানান, মহাসচিবের এ দায়িত্ব পালন শেষে কিছুটা বিশ্রাম নিয়ে নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় ফেরত গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চান তিনি।

এদিকে গেলো সপ্তাহে পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। দেশটির সাংবিধানিক আদালত যদি পার্লামেন্টের ভোটাভুটির ফলাফল বহাল রাখে সেক্ষেত্রে পার্ক পদচ্যুত হবেন। সেই সঙ্গে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

যদিও চূড়ান্ত রুলিং এর জন্য ১৮০ দিন সময় পাবে সাংবিধানিক আদালত। ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh