• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নোট বাতিল ইস্যুতে মোদির সঙ্গে দেখা করলেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭

নোট বাতিল ইস্যু এবং কৃষকদের দাবিদাওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী। মাঝেমধ্যেই দেখাসাক্ষাৎ করার জন্য রাহুলকে আহ্বান জানান মোদি। তবে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎ নিয়ে তখনই নানা মহলে শুরু হয় নয়া জল্পনা।

শুক্রবারের এ বৈঠক সূত্রে জানা যায়, এ দু’নেতার মধ্যে কৃষকদের নানান সমস্যা, ঋণ মওকুফ, নোট বাতিল হওয়া নিয়ে হয়রানির ব্যাপারে আলোচনা হয়। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর কাছে কৃষকদের নানান দাবিও তুলে ধরেন। পাশাপাশি তাদের ঋণ মওকুফ নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর রাহুল গান্ধী বলেন, ‘নরেন্দ্র মোদিকে কৃষকদের সমস্যার কথা বলেছি। তাদের করের বোঝা থেকে মুক্তি দেয়ার জন্যও বলেছি।’

রাহুলের সঙ্গে ছিলেন গুলাম নবি আজাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অমরিন্দর সিংহসহ কংগ্রেসের বেশকয়েকজন সাংসদ।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh