• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজকীয় সিলের দাম ১৭০ কোটি!

অনলাইন ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৫১

১৮ শতকের চীনের রাজকীয় একটি সিল ২২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।

বুধবার প্যারিসে এটি বিক্রি হয়।

জানা গেছে, হাতের তালুর আকৃতির এই সিল লাল ও সাদা রঙের খনিজ শিলা দিয়ে তৈরি। সম্রাট কিয়ানলংয়ের সময়ের সিল এটি। চীনে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্রাটদের মধ্যে তিনি একজন।

ড্রোআউট অ্যাকশন হাউস স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে, প্যারিসে উত্তপ্ত নিলাম যুদ্ধ শেষে এক চীনা সংগ্রাহক এটি কিনে নেন। আয়োজনকারীরা জানিয়েছেন, ধারণার চেয়ে এটি ২০ গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে।

২০১১ সালে ১৪ মিলিয়ন মার্কিন ডলারে একটি সিল বিক্রি হয়েছিল। এটি নিলামে বিক্রি হওয়া এর আগের রেকর্ড।

এসজে/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh