• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে আঘাত হানছে ঘুর্ণিঝড় ‘ভারদা’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ ডিসেম্বর ২০১৬, ১৩:০৮

ভারি বাতাস আর প্রচুর বৃষ্টি নিয়ে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ভারদা’। চেন্নাই থেকে ৬০ কিলোমিটার দূরের পুলিকাটে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একই সঙ্গে প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশেও আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। সেকারণে দু’টি রাজ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতির আশঙ্কায় নৌবাহিনী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড়ের খবরে চেন্নাই বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। বাতিল করা হয়েছে ১৫টি ফ্লাইট। চেন্নাই, কাঞ্চিপুরাম ও তিরুভাল্লুরের সবকটি স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। আসছে ৪৮ ঘন্টা জেলেদের মাছ ধরতে নিষেধ করার পাশাপাশি নিচু এলাকায় থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh