• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বিল ইংলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ ডিসেম্বর ২০১৬, ১০:২৭

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন বিল ইংলিশ। ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছে। উপপ্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে সামাজিক গৃহায়নমন্ত্রী পলা বেনেটকে।

ন্যাশনাল পার্টির ককাসের বৈঠকে এ নিয়োগ চূড়ান্ত করা হয়। গেলো সপ্তাহে পদত্যাগ করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী জন কি। তিনি আট বছর ধরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

নতুন প্রধানমন্ত্রী বিল ইংলিশ বর্তমানে অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ তিনি ওয়েলিংটনে সরকারি ভবনে শপথ নেবেন।

এ ব্যাপারে ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট পিটার গুডফেলো বলেন, ইংলিশ ও বেনেট দুর্দান্ত নেতা। তাদের নেতৃত্বে নাগরিকরা সরকারের কাছ থেকে লাভবান হবেন।

এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh