• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নোবেল পুরস্কার গ্রহণ করলেন বব ডিলান ছাড়া সবাই

অনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০১৬, ০০:১৩

বব ডিলান ছাড়া আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন শান্তিতে নোবেলজয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোসসহ ছয় বিজয়ী।

শনিবার নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার ও অন্য পাঁচটি পুরস্কার দেয়া হয় সুইডেনের স্টকহোমে।

কলম্বিয়ায় ফার্ক গেরিলাদের সঙ্গে দীর্ঘ ৫২ বছরের গৃহযুদ্ধ অবসানের স্বীকৃতি হিসেবে স্যান্তোসের হাতে পুরস্কারের পদক, নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

পুরস্কার নেয়ার পর দেয়া ভাষণে তিনি বলেন, যুদ্ধ চালানোর চেয়ে শান্তি প্রতিষ্ঠা অনেক কঠিন। পুরস্কারটি তাঁর দেশে চলমান গৃহযুদ্ধ অবসানের অসম্ভব স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে জানিয়ে, গোটা বিশ্বকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহবানও জানান, স্যান্তোস।

পুরস্কারের আট মিলিয়ন সুইডিশ ক্রোনা তিনি গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণে দান করবেন। ফার্কের সঙ্গে যুদ্ধে নিহত হয়, অন্তত দু’লাখ বিশ হাজার মানুষ।

এদিকে, সুইডেনের স্টকহোমে চলতি বছরের অন্য পাঁচ বিভাগে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেয়া হয়েছে। এতে যোগ দেননি, সাহিত্যে নোবেলজয়ী মার্কিন গায়ক, বব ডিলান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh