• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফের পালমিরা শহর দখল করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৬, ১১:১০

প্রায় নয় মাস আগে, গত মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আইএস’র দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারিবাহিনী। সেই ঘটনাকে আইএস’র বিরুদ্ধে বড় ধরনের বিজয় বলে বর্ণনা করা হয়েছিল। প্রাচীন নগরীটি ফের নিজেদের দখলে নিয়েছে আইএস।

ভয়ঙ্কর লড়াইয়ের পর পালিমার থেকে বেশিরভাগ সেনা সদস্য পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে। সেখানকার বেসামরিক মানুষজনের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পর্যবেক্ষক দলগুলো।

এদিকে পালমিরা দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী। এ সুযোগে এক সপ্তাহ আগে থেকে পালমিরায় দখলে নামে জঙ্গিরা। গোপনে সংঘবদ্ধ হয়ে সুযোগের অপেক্ষায় ছিল জঙ্গিরা, সেই সুযোগকেই তারা কাজে লাগিয়েছে। যুদ্ধে অন্তত ৫০ সামরিক সদস্য নিহত হয়েছে। তবে বেশিরভাগ সৈন্যই পালিযে গেছে।

পালমিরা শহর থেকে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, জঙ্গিরা শহরের সব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে। তবে এখনো শহরের কেন্দ্রে সামরিক বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে।

কাছের তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ আর সরবরাহ পথের ওপর হওয়ার কারণে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ পালমিরা শহরটি।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh