• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্যবসায়ীর বাথরুমে গুপ্তধনের খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৯

ব্যবসায়ীর বাড়ির বাথরুম থেকে ৫ কোটি ৭০ লাখ রুপির নোট এবং ৩২ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করলো ভারতের আয়কর বিভাগ। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে চাল্লাকেরে। গোপন তথ্যের ভিত্তিতে ঐ ব্যবসায়ীর বাথরুমের টাইলসের নিচ থেকে এ সম্পদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৯০ লাখ রুপির পুরনো নোটও রয়েছে।

কালো টাকার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এ উদ্ধারকাজ চালানো হয়। তবে অভিযুক্তের নাম এখনো প্রকাশ করা হয়নি।

কর্মকর্তারা জানান, বাথরুম থেকে ৫ কোটি ৭০ লাখ রুপির নতুন নোট পাওয়া গেছে। সে সঙ্গে ২৮ কেজি ওজনের স্বর্ণের বার, ৪ কেজি ওজনের স্বর্ণের অলংকার পাওয়া গেছে। এগুলো বাথরুমের ওয়াশ বেসিন, দেয়ালের টাইলস, মেঝের টাইলসের নিচে বিশেষভাবে রাখা হয়েছিল।

চাল্লাকেরে শহরটি ‘তেলের শহর’ নামে পরিচিত। কালো টাকার বিরুদ্ধের সরকারের অভিযানের অংশ হিসেবে এ এলাকার ক্যাসিনো এবং ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh