• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইস্তাম্বুলে জোড়া বিস্ফোরণ

মাঠে ফুটবলাররা, বাইরে বোমায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৬, ০৮:৫১

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বেসিক্টাস স্টেডিয়ামে চলছিল ফুটবল ম্যাচ। খেলা শেষে স্টেডিয়ামের বাইরে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬৬ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণটি ফুটবল স্টেডিয়ামের বাইরে হয়। অন্যদিকে স্টেডিয়ামের পাশেই থাকা পার্কে আত্মঘাতী হামলা হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু জানিয়েছেন, গাড়িতে করে স্টেডিয়ামের বাইরে বোমা রাখা হয়েছিল। সেখানে একটি পুলিশ বাস উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। ওই বোমা হামলায় ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার পর তারা গুলির শব্দও শুনেছেন। দর্শকরা স্টেডিয়াম ছেড়ে যাবার পরই এ হামলা চালানো হয়।

ঘটনার পরপরই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি তুরস্কের বয় শহরগুলোতে জঙ্গি হামলা বেড়েছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, হামলার পেছনে কুর্দি বা আইএস’র হাত থাকতে পারে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জানান, ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর বিস্ফোরণটি হয়। যার ফলে এতো মানুষের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আরো একটা ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থাকলো ইস্তাম্বুল। আমরা এর কড়া ভাষায় নিন্দা করছি।’



এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh