• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৬, ১৬:০০

অবিলম্বে সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। একইসঙ্গে পুরো দেশটিতে জরুরী ত্রাণ পাঠানোর সুযোগ দেয়ার আহ্বানও জানানো হয়েছে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার উত্থাপিত প্রস্তাবটি ১২২-১৩ ভোটে পাস হয়। এতে ভোট দেয়নি ৩৬টি দেশ।

প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পরিষদকে জানাতে মহাসচিবকে ৪৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছে। দেয়া হয়েছে বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে বেশ কিছু পরামর্শও।

গেল সপ্তাহে আলেপ্পোয় যুদ্ধবিরতির লক্ষ্যে নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর আনা প্রস্তাব রাশিয়া-চীনের ভেটোতে ভেস্তে যাবার পর একই ধরনের প্রস্তাব পাস হলো সাধারণ পরিষদে।

এর আগে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক সমাধানের আহ্বান জানান সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফানো ডি মিস্তুরা।

এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh