• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সু চি’কে রাখাইন পরিদর্শনের অনুরোধ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৬, ২৩:০৭

চলমান সহিংস পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জনগণকে সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দেয়ার জন্য গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’কে মিয়ানমারের রাখাইন রাজ্যে যাবার আহ্বান জানালো জাতিসংঘ।

বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার বিবৃতিতে এ আহ্বান জানান।

সু চি’কে রাখাইনের মংডু ও বুথিডং পরিদর্শনের অনুরোধ জানিয়ে নামবিয়ার বলেছেন, এসব উদ্বেগে সাড়া দিয়ে মিয়ানমার সরকার সংকটের সমাধান করতে পারবে এবং আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে।

গেলো অক্টোবর থেকে নতুন করে সহিংসতা শুরুর পর এ ব্যাপারে নীরব ভূমিকা পালনের কারণে আন্তর্জাতিক চাপের মুখে পড়েন শান্তিতে নোবেলজয়ী নেতা সু চি’।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh